ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বিএনপি প্রার্থী কারাগারে থাকা গউছের পক্ষে গণসংযোগ

প্রকাশিত: ২২:১২, ১৭ ডিসেম্বর ২০১৫

হবিগঞ্জে বিএনপি প্রার্থী কারাগারে থাকা গউছের পক্ষে গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ॥ জননন্দিত আওয়ামীলীগ নেতা ও সাবেক সফল অর্থমন্ত্রী মরহুম শামস্ কিবরিয়া হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত মামলায় চার্জশীটভূক্ত আসামী হয়ে কারাগারে থাকলেও হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিএনপি সমর্থিত আলোচিত প্রার্থী (বরখাস্তকৃত মেয়র) আলহাজ্ব জি, কে গউছ। বিএনপির হাই কমান্ড এই নির্বাচনে গউছকে সমর্থিত প্রার্থী ঘোষনা দিলেও মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ দিন পর্যন্ত তার দলেই ছিল আমিনুর রশীদ এমরান ও ইসলাম তরফদার তনুর মতো শক্তিশালী একাধিক বিদ্রোহী প্রার্থী। কিন্তু বহিস্কৃত হয়ে দলীয় রাজনীতি থেকে ছিটকে পড়ার আশংকায় শেষ দিন এইসব ব্যক্তি তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় একক প্রার্থী হিসেবে ‘ধানের ছড়া’ মার্কা নিয়ে জি, কে গউছ এখন আওয়ামীলীগের শক্তিশালী প্রার্থী আতাউর রহমান সেলিমের ‘নৌকা’ প্রতীকের মোকাবেলা করবেন। তবে এখনও মনোনয়ন প্রত্যাহারকারী ওই দু’জন প্রার্থী সহ আরেক উঠতি জনপ্রিয় নেতা এডভোকেট এনামুল হক সেলিম ও তার অনুসারীরা জুরালো ভাবে গউছের নির্বাচনী প্রচারনায় না নামায় সাধারন ভোটারদের মাঝে চলছে নানা কানাঘোষা। এই পৌরসভার অর্ন্তভূক্ত সংখ্যালঘু সম্প্রদায় সহ সম্মানিত ভোটারদের অনেকেই এ প্রতিনিধির সাথে আলাপকালে তাদেও অনুভূতির কথা জানিয়ে বলেছেন,আমরা মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত লাল সবুজ পতাকার প্রতি সম্মান জানিয়েই ব্যক্তিগত ইমেজ, অতীত উন্নয়নের হিসাব সর্বপূরি যোগ্যতাকে মূল্যায়ন করেই ভোট প্রদান করব। এভাবে তুমুল যুক্তি পাল্টা যুক্তি-তর্কের মাঝেই চলছে সাবেক এই ডাকসাইড মেয়র সহ অন্যান্য প্রার্থীদের নির্বাচনী প্রচারনা।
×