ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার প্রতিশ্রুতি

প্রকাশিত: ০৩:৪২, ১৮ ডিসেম্বর ২০১৫

বরিশালে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার ছয়টি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতাকর্মী কর্তৃক ভোট চুরির আশঙ্কা করেছেন বিএনপির মেয়র প্রার্থী ও তাদের সমন্বয়কারীরা। বিএনপির এ আশঙ্কাকে উড়িয়ে দিয়ে তাদের নির্বাচনী প্রচারণা, উঠান বৈঠক থেকে শুরু করে ভোটের দিন সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন আ’লীগ মেয়র প্রার্থী ও তাদের সমন্বয়কারীরা। পৌর নির্বাচনকে সামনে রেখে বুধবার গৌরনদী পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়। গৌরনদী বন্দরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভার সভাপতি ও পৌর বিএনপির সভাপতি এস এম মনির-উজ-জামান মনির নির্বাচনের দিন ভোট চুরির আশঙ্কা করে বলেন, কোন কারণেই তারা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। তবে দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রচার এবং ভোট দিতে কেউ বাধা প্রদান করলে তারা কঠোর আন্দোলনের ঘোষণা করবেন। প্রতিপক্ষের প্রার্থীর প্রচারণায় বাধা কিংবা ভোট চুরির আশঙ্কা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের যোগ্যপ্রার্থীকে ভোট দেবেন। সেখানে বাধা দেয়ার কোন সুযোগ নেই। তিনি আরও বলেন, বিএনপির এ আশঙ্কা নির্বাচন থেকে সরে যাওয়ার একটি কৌশলমাত্র। তিনি প্রতিপক্ষের প্রার্থীর প্রচারণা, উঠান বৈঠক থেকে শুরু করে ভোটের দিন সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে দয়া করে ভোটের আগে মাঠ থেকে সরে যাবেন না।
×