ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গফরগাঁওয়ে কাউন্সিলর প্রার্থীর বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:২২, ১৮ ডিসেম্বর ২০১৫

গফরগাঁওয়ে কাউন্সিলর  প্রার্থীর বৃদ্ধা মাকে  পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ১৭ ডিসেম্বর ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে আওয়ামী লীগ নেতা কাউন্সিলর পদপ্রার্থীর বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা করেছে দলীয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। স্বজনদের অভিযোগ, দলের আরেক নেতা সাধারণ কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমানের লালিত সন্ত্রাসীরা এই হত্যাকা- ঘটিয়েছে। নিহতের নাম রাবেয়া খাতুন (৬৫)। তিনি গফরগাঁও উপজেলার জন্মেজয় এলাকার মৃত মফিজ উদ্দিনের স্ত্রী। নিহত রাবেয়া খাতুনের ছেলে আজিজুল ইসলাম গফরগাঁও পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজিজুল ইসলাম এবার পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর প্রার্থী। এ হামলার ঘটনায় উভয় গ্রুপে আহত হয়েছে ১৫ জন। এরমধ্যে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান, হানিছুর রহমান ও হেলেনা খাতুন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হত্যাকা-ে জড়িত সন্দেহে পুলিশ ইকবাল ও সোহাগ নামে দুজনকে আটক করেছে। আটক ইকবাল প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুর রহমানের ভাগ্নে ও সোহাগ তার ভাতিজা বলে জানা গেছে। ঘটনাটি ঘটে বুধবার রাতে পৌর শহরের ৩নং ওয়ার্ডের জন্মেজয় গ্রামে। জানা গেছে, গফরগাঁও পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। নির্বাচনে দুজনই সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী হলে বিরোধ দেখা দেয়। স্বজনরা জানায়, ২০ থেকে ২৫ জনের একদল সন্ত্রাসী বুধবার সন্ধ্যায় আজিজুল ইসলামের বাড়িতে হামলা চালায়। ওই সময় আজিজুল ইসলাম সমর্থকদের নিয়ে বৈঠক করছিলেন। আজিজুল ইসলামের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, সন্ত্রাসীরা বসতঘরে ঢুকে তাকেসহ আজিজুলের স্ত্রী ওজুফা ও মেয়ে তানিয়াকে বেদম মারধর করে। একপর্যায়ে তার বৃদ্ধা মা রাবেয়া খাতুনকে নির্মমভাবে পেটায় সন্ত্রাসীরা। এতে তার মা ঘটনাস্থলে মারা যান। হামলার পর তাকেসহ ওজুফা ও তানিয়াকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আজিজুল ইসলাম অভিযোগ করেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুর রহমান নির্বাচনের আগে আতঙ্ক সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটিয়েছে।’ অভিযোগ অস্বীকার করে প্রতিদ্বন্দ্বী সাধারণ কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান জানান, গত বুধবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে মিছিলসহ গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে যাচ্ছিলাম। পথে জিরানিমোড় এলাকায় আজিজুল ইসলামের সমর্থকরা ওই মিছিলে হামলা চালায়। এর জেরে তার সমর্থকরাও আজিজুলের বাড়িতে হামলা চালিয়ে থাকতে পারে। তবে হত্যাকা- প্রসঙ্গে তিনি বলেন, ‘আজিজুল ইসলামের মা দীর্ঘদিন ধরেই অসুস্থ। অসুস্থতাজনিতকারণেই তার মৃত্যু হয়েছে।’ গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ হাবিবুর রহমান বলেন, ‘হত্যাকা-ের অভিযোগ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে নিশ্চিত হতে পারব, রাবেয়া খাতুনের মৃত্যু হামলা নাকি অসুস্থতায়।’ তিনি আরও বলেন, এ ঘটনায় আটক ২ জনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
×