ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ শুরু আজ

প্রকাশিত: ০৬:২৫, ১৮ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিক এ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী সাবেক তারকা এ্যাথলেটদের নিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রথম বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। এ উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিক এ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস। ইব্রাহিম চেঙ্গিস বলেন, ‘মাস্টার্স এ্যাথলেটিক প্রতিযোগিতা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বহুবছর আগে থেকেই শুরু হয়েছে। বাংলাদেশ দলগত বছর ভারতে অনুষ্ঠিত ৩টি ও ফ্রান্সে ওয়ার্ল্ড মাস্টার্স এ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নেয়। তবে দেশের মাটিতে প্রথমবারের মতো সাবেক তারকা এ্যাথলেটদের অংশগ্রহণে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করছি। যেখানে বাংলাদেশের সাবেক তারকা এ্যাথলেটদের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের সাবেক এ্যাথলেটরাও অংশ নেবেন। এই প্রতিযোগিতায় ৩৫ থেকে ৬০ বছর উর্ধ মোট ছয় গ্রুপে ১৪০ ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে।’ পুরুষ ও মহিলা দু’বিভাগে বিভিন্ন বয়স ক্যাটাগরিতে কলকাতার ৫০ এবং বাংলাদেশের প্রায় ২৫০ জন সাবেক এ্যাথলেট এই চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। আজ বিকেলে প্রধান অতিথি হিসেব প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস।
×