ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতাবিরোধীরা পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছে ॥ মোজাম্মেল হক

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ ডিসেম্বর ২০১৫

স্বাধীনতাবিরোধীরা  পাকিস্তানের  এজেন্ট হিসেবে  কাজ করেছে ॥  মোজাম্মেল হক

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিজয়ের স্বাদ সহজে ভোলা গেলেও পরাজয়ের গ্লানি সহজে ভোলা যায় না। আমাদের দেশে যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে পাকিস্তানের অবস্থান লক্ষ্য করলেই তা স্পষ্ট হওয়া যায়। তিনি বলেন, ’৭১-এ যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেই যুদ্ধাপরাধীরা স্বাধীনতার পরেও পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছে। তারা কখনই বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেনি। বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় মহিলা সংস্থা আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্থার বেইলি রোডের কার্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে এই আলোচনাসভার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ৩০ বছর যারা দেশকে শাসন করেছেন তারাই দেশে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের জন্ম দিয়েছেন। তারাই এদেশে রাজাকার আলবদরদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে শহীদদের অপমান করেছেন। তিনি বলেন, ওই স্বাধীনতাবিরোধীরা কখনই এ দেশের স্বাধীনতা স্বীকার করেনি। তারা সব সময় পাকিস্তানের দালালি করেছেন। আমাদের দেশে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে অথচ পাকিস্তানীরা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এমনকি ওরা যে (পাকিস্তান) একাত্তরে এদেশে গণহত্যা চালিয়েছে তাও অস্বীকার করছে। মন্ত্রী আরও বলেন, সাকা-মুজাহিদরা পাকিস্তানের বন্ধু ছিল তা ওদের আচরণেই বোঝা যায়। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের এ্যাডভোকেটের সভাপতিত্বে আলোচনাসভার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম নেছার উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লায়লা জেসমিন।
×