ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে ডাকাত পুলিশ গুলি বিনিময় ॥ আহত ১২

প্রকাশিত: ০৮:১২, ১৮ ডিসেম্বর ২০১৫

হবিগঞ্জে ডাকাত পুলিশ গুলি বিনিময় ॥ আহত ১২

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৭ ডিসেম্বর ॥ সদর উপজেলাধীন ধুলিয়াখাল-পাইকপাড়া বাইপাস সড়কের বাগমারা ব্রিজের কাছে বৃহস্পতিবার রাতে সশস্ত্র ডাকাত দলের সঙ্গে ডিবি পুলিশের গুলি বিনিময় ও হাতাহাতি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ ডাকাত গুলিবিদ্ধ এবং ৩ এসআই ও ২ এএসআই, ২ কনস্টেবল গুরুতর আহত হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে যোগ দেয়া পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের লোকের গণপিটুনিতে অন্তত আরও ৩ ডাকাত গুরুতর আহত হয়। এর মধ্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ ও গণপিটুনির শিকার ওই ৫ ডাকাতের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কর্মকর্তাসহ ৭ পুলিশ সদস্যকেও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দেয়া হচ্ছে চিকিৎসা। এ সময় ডাকাত দলের কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি পাইপগান, চারটি রাম দা, একটি ড্যাগার, লাঠিসোটাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। জানা গেছে, রাত প্রায় সোয়া নয়টার দিকে ওই এলাকায় ঘণ্টাব্যাপী পুলিশ ও ডাকাত দলের বন্দুকযুদ্ধ এবং গ্রামবাসীর হস্তক্ষেপ চলাকালে আরও কয়েক ডাকাত অস্ত্রশস্ত্রসহ পালিয়ে যেতে সক্ষম হয়।
×