ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটের পাঁচবিবিতে বন্ধুকযুদ্ধে ৩ শিবির ও ৩ পুলিশ আহত

প্রকাশিত: ১৯:৩৬, ১৮ ডিসেম্বর ২০১৫

জয়পুরহাটের পাঁচবিবিতে বন্ধুকযুদ্ধে ৩ শিবির ও ৩ পুলিশ আহত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জেলার পাঁচবিবি উপজেলার পল্লিতে পুলিশ এবং জামায়াত শিবিরের মধ্যে বন্দুকযুদ্ধে ৩ জন শিবির নেতা ও ৩ পুলিশ আহত হয়েছে। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোররাতের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি শুটারগান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি রাম দা উদ্ধার করেছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান বৃহস্পতিবার রাতে পাঁচবিবির কদমতলী থেকে গোলাবারুদসহ আটক জেলা ছাত্র শিবিরের সভাপতি আবুজার গিফারী এবং সেক্রেটারী মোঃ ওমর আলী জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে শিকার করে যে পাঁচবিবির আওলায় ইউনিয়নের যাতাইল গ্রামে ছাত্র শিবির নাশকতা নিয়ে বৈঠক চলছে। এ খবর পেয়ে ঐ দুই শিবির নেতাকে সঙ্গে নিয়ে শুক্রবার ভোরে ঘটনাস্থলে উপস্থিত হলে শিবিরের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় তাদের মারমুখি আক্রমনে পুলিশ গুলি চালায়। এ সময় ছাত্র শিবিরের সভাপতি আবুজার গিফারী, সেক্রেটারী মোঃ ওমর আলী এবং অপর শিবির কর্মী আল আমীন গুলিবিদ্ধ হয়। শিবিরের হামলায় পুলিশের এসআই আমিনুর রহমান, নায়েক মনোরঞ্জন এবং কনস্টবল ইসমাইল হোসেন আহত হয়। আহতদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×