ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের গ্রামে আধুনিক চিকিৎস্যালয়

প্রকাশিত: ২১:৫২, ১৮ ডিসেম্বর ২০১৫

মুন্সীগঞ্জের গ্রামে আধুনিক চিকিৎস্যালয়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ তথ্য মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ এমপি বলেছেন, অজপাড়া গাঁয়েও এখন উচ্চতর ডিগ্রি সম্পন্ন চিকিৎসক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। স্বাস্থ্য সেবায় বৈপ্লবিক উন্নতিসহ সরকার শিক্ষা, কৃষি, প্রযুক্তি সব ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হয়েয়েছে। ইতোমধ্যেই পাকিস্তানের চেয়ে সকল সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। তিনি শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের কামারগাঁওয়ে আধুনিক চিকিৎস্যা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ কথা বলেন। “ডা. কাজী আ. রাজ্জাক ক্লিনিক”র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে এর প্রতিষ্ঠাতা কাজী জাকির হোসেন। আরও বক্তব্য রাখেন ভাগ্যকূল ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহদাত, ভাগ্যকূল ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক মনির হোসেন মিতুল, যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইকবাল হোসেন পিউল প্রমুখ। এই চিকিৎসালয়টি গ্রামাঞ্চলের বড় একটি জনগোষ্ঠীর মাঝে উন্নত চিকিৎসা নিশ্চিত করবে বলে বক্তরা আশা প্রকাশ করেন।
×