ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবা শ্রমের বার্ষিক উৎসব উদযাপন

প্রকাশিত: ২২:৩০, ১৮ ডিসেম্বর ২০১৫

খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবা শ্রমের বার্ষিক উৎসব উদযাপন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে রাম কৃষ্ণ সেবা শ্রমের বার্ষিক উৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি কৃষি গবেষনা এলাকায় এক ধর্মী আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ গুরুপদ পালিত,চট্টগ্রাম মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. রীতা দত্ত, এমপির সহধর্মীনি মল্লিকা ত্রিপুরা, উপজেলা চেযারম্যান চঞ্চু মনি চাকমা প্রমুখ। ধর্মীয় আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের প্রধান ধর্মীয় পুরোহিত অধ্যক্ষ শ্রী ম্বামী-শক্তিনাথানন্দজী মহারাজ। এ ছাড়া এলাকার সাধারণ ভক্ত বৃন্দরা উপস্থিত ছিলেন।
×