ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পৌর নির্বাচনে সম্মিলিত প্রচারে নামবে ২০ দল- ফখরুল

প্রকাশিত: ০১:১৫, ১৯ ডিসেম্বর ২০১৫

পৌর নির্বাচনে সম্মিলিত প্রচারে নামবে ২০ দল- ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোট সম্মিলিত প্রচারে নামবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াতের সঙ্গে দু’এক জায়গায় সমস্যা থাকলেও তা স্থানীয়ভাবে সমাধান করা হবে। শনিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। উল্লেখ্য, ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এ বৈঠকে জামায়াতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। মির্জা ফখরুল বলেন, আমরা শুরু থেকেই সুষ্ঠু র্র্নিাচনের দাবি জানিয়ে আসছি। কিন্তু পৌর নির্বাচনে সরকারের মন্ত্রী-এমপিদের আচরণ বিধি লংঘন ঠেকাতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। তবে গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। তিনি পৌরসভা নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ পেলে জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দেবে। মির্জা ফখরুল বলেন, বৈঠকে বেশ ক’টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে প্রধান বিষয় ছিল পৌরসভা নির্বাচন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ২০ দলের যারা প্রার্থী রয়েছেন, তাদেরকে সমর্থন দেওয়া হবে। কোনো কোনো জায়গায় নিজস্ব প্রতীক নিয়ে কেউ কেউ নির্বাচন করছেন। তবে যারা ২০ দলের ঐক্যমতে প্রার্থী হয়েছেন তাদেরকেও সমর্থন দেওয়া হবে। তিনি বলেন, কোথাও কোধাও ইতোমধ্যে ২০ দলের প্রার্থীদের পক্ষে সম্মিলিতভাবে প্রচারণা শুরু হয়েছে। শুক্রবার দিনাজপুর ও রংপুরে ২০ দলের নেতারা এক সঙ্গে জোটের প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়েছেন। দু’এক দিনের মধ্যে সব জায়গায় সম্মিলিত প্রচার শুরু হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিজেপি মহাসচিব আব্দুল মতিন, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহম্মেদ আব্দুল কাদের, জাগপা মহাসচিব খন্দকার লুৎফর রহমান, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান, ডিএলের যুগ্ম মহাসচিব খোকন চন্দ্র দাস, মুসলিম লীগের মহাসচিব এ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের মাহসিচব সাঈদ আহমেদ, এনডিপির যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন, জমিয়তে ওলামার মহাসচিব মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ মেহেদী, পিপলস লীগের মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মাহাবুব হোসেন, ন্যাপ ভাসানীর ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম মোস্তফা প্রমুখ।
×