ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘নিরজা’ চলচ্চিত্রে সোনমের চমক

প্রকাশিত: ০৩:৪৮, ২০ ডিসেম্বর ২০১৫

‘নিরজা’ চলচ্চিত্রে সোনমের চমক

সংস্কৃতি ডেস্ক ॥ ছিনতাইয়ের মুখে পড়া বিমানের যাত্রীদের রক্ষাকারী নিরজা ভানোতের গল্প এবার আসছে বড় পর্দায়। সম্প্রতি প্রকাশিত ট্রেইলারে নিরজার ভূমিকায় দেখা গেছে বলিউডের ফ্যাশন ডিভা সোনম কাপুরকে। বলা হচ্ছে চলচ্চিত্রটি সোনমের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হতে যাচ্ছে। ট্রেইলারটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া জাগিয়েছে অনলাইনে। বলিউডপ্রেমীরা বলছেন, সোনমের ক্যারিয়ারের সেরা কাজ হবে এটি। রাম মাদভানি পরিচালিত বায়োপিক ‘নির্জা’ মুক্তি পাবে আগামী ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি। বলিউডের ফ্যাশন ডিভা সোনম চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে নির্জাকে জানার কোন চেষ্টা বাকি রাখেননি। ৩০ বছর বয়সী সোনম পদে পদে নির্জার প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা প্রকাশ করেছেন। প্রয়াত নির্জার জন্মদিনেও তাকে স্মরণ করেছেন সোনম। এদিকে গত ১৫ ডিসেম্বর চলচ্চিত্রটির ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্জার দুই ভাই অখিল ভানত ও অনিশ ভানত। একটি ২৩ বছরের মেয়ে, যে নিজের প্রাণ দিয়ে বাঁচিয়েছিল শত শত মানুষকে। সাধারণ এক বিমানবালা ঢাল হয়ে জঙ্গীদের অস্ত্রের মুখ থেকে রক্ষা করে যাত্রীদের। ভারতের ইতিহাসে বীরত্বের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ বেসামরিক পদক অশোক চক্র পাওয়া সর্বকনিষ্ঠ নাগরিক নিরজা অসংখ্য মানুষের কাছে সাহসিকতার প্রতীক। নিরজার ঘটনাটা ১৯৮৬ সালের। পাকিস্তানের করাচীতে থেকে নিউইয়র্কগামী প্যানএ্যাম এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের শিকার হয়। বিমানবালাদের মধ্যে ছিলেন ২৩ বছর বয়সী অকুতোভয় নির্জা ভানত। ভারতীয় এই তরুণী সেদিন বাঁচিয়েছিলেন ৩৫৯টি প্রাণ। বিমানের উচ্চপদস্থ কর্মী নিরজার কাছে খবর পাওয়ার পর থেকে বিমান ছেড়ে পালান পাইলট, কো-পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার। নিরজা পালাননি। বিমানের মার্কিন যাত্রীদের পাসপোর্ট লুকিয়ে ফেলেন অন্য বিমান কর্মীদের সহায়তায়। এক পর্যায়ে জঙ্গীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ আর বিস্ফোরণ ঘটালে বিমানের পেছনের দরজা খুলে যাত্রীদের নামিয়ে দিতে থাকেন। অবশেষে তিনটি শিশুকে আড়াল করতে গিয়ে নিজে গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই সাহসী নিরজার চরিত্রটি পর্দায় রূপদান করেছেন সোনম কাপুর ওপর। এদিকে গুঞ্জন রটেছিলো- বলিউডের সফল ফ্রাঞ্চাইজি ‘আশিকি’র তৃতীয় কিস্তিতে জুটি বাঁধছেন হৃতিক রোশন ও সোনম কাপুর। এ গুঞ্জনের মুখে জল ঢেলে দিয়ে, সোনম সোজা জানিয়ে দিয়েছেন, না। বলেছেন তিনি, আমি আশিকি থ্রিতে অভিনয় করছি না। পরবর্তীতে শুধু আমার বোন রিয়ার চলচ্চিত্রেই কাজ করবো। এছাড়া আর কোনো কাজ হাতে নেই আপাতত। তবে কয়েকটি চিত্রনাট্য পড়েছি।
×