ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে সেনা-বিদ্রোহী সংঘর্ষে ৬৮ জন নিহত

প্রকাশিত: ১৮:৩৯, ২০ ডিসেম্বর ২০১৫

ইয়েমেনে সেনা-বিদ্রোহী সংঘর্ষে ৬৮ জন নিহত

অনলাইন ডেস্ক॥ ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে সরকারি সৈন্যদলের সাথে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ৬৮জন নিহত হয়েছেন। সেনাবাহিনী বলছে, নিহতদের মধ্যে অন্তত ২৮ জন সেনা। বাকি ৪০ জন বিদ্রোহী। এমন একটি জায়গায় এই সংঘর্ষটি হয় যেখানে, সৌদি সীমান্তের কাছাকাছি এলাকায় গত দুই দিন আগে, সরকারি বাহিনী হারাদ শহর নিয়ন্ত্রণে নিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনার জন্য মঙ্গলবারে সুইজারল্যান্ড যে শান্তি আলোচনা শুরু হয়েছে, এবং জাতিসংঘের সমর্থনে ইয়েমেনে সপ্তাহ খানেকের জন্য যে যুদ্ধবিরতি চলছে তার মধ্যেই নতুন করে আবারো এই সংঘর্ষের ঘটনা ঘটলো। ইয়েমেন থেকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধি জুলিয়েন হারনেইস বলছেন, সাধারণ মানুষের জন্য ইয়েমেনে টিকে থাকাটা দিন দিন কঠিনতর হয়ে উঠছে। সূত্র : বিবিসি বাংলা
×