ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বোমা আতঙ্কে কেনিয়ায় এয়ার ফ্রান্স বিমানের জরুরি অবতরণ

প্রকাশিত: ০০:১৬, ২০ ডিসেম্বর ২০১৫

বোমা আতঙ্কে কেনিয়ায় এয়ার ফ্রান্স বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক ॥ মরিশাস থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের একটি বিমান শনিবার রাতে কেনিয়ায় জরুরি অবতরণ করেছে। বিমানটিতে একটি সন্দেহজনক প্যাকেট পাওয়ার পর সেটি জরুরি অবতরণ করে। কেনিয়ার পুলিশ একথা জানিয়েছে। স্থানীয় সময় রাত ৯টায় (গ্রিনিচ মান সময় ১৭০০) ৪৫৯ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে ফ্লাইট এএফ ৪৬৩ মরিশাস থেকে রওয়ানা দেয়। স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে (গ্রিনিচ মান সময়০৪৫০) বিমানটির প্যারিসের শার্ল দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র। স্থানীয় সময় রাত ১টার আগে (গ্রিনিচ মান সময় ২১৩৭) বিমানটি মোম্বাসার মোয়ি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পুলিশের মুখপাত্র শার্লস ওউইনো বলেন, ‘বিমানের শৌচাগারে বোমা সদৃশ একটি জিনিস পাওয়ার পর বিমানটি জরুরি অবতরণের জন্য অনুরোধ করা হয়। এরপর জরুরি অবতরণ করা হয় এবং বিমানটির যাত্রীসহ সকল আরোহীকে নিরাপদে নামানো হয়।’ তিনি বলেন, ‘প্যাকেটটির মধ্যে কোন বিস্ফোরক রয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে নৌবাহিনী ও সিআইডি থেকে বোমা বিশেষজ্ঞদের ডাকা হয়। তারা প্যাকেটটি নিয়ে গেছেন।’ তিনি আরো বলেন, সকালে বিমানটি মোম্বাসা বিমানবন্দরেই ছিল।
×