ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগদাদি খলিফা নন ॥ পাকিস্তানী তালেবান

প্রকাশিত: ০৩:৫৫, ২১ ডিসেম্বর ২০১৫

বাগদাদি খলিফা নন ॥ পাকিস্তানী তালেবান

আবুবকর আল-বাগদাদির মুসলিম বিশ্বের নেতা হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানী তালেবান। সংগঠনের এক বিবৃতিতে শনিবার এ কথা বলা হয়। খবর ডন অনলাইনের। পাকিস্তানী তালেবান ও আফগান তালেবানের নিম্নস্তরের কমান্ডাররা জঙ্গী ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের নেতার প্রতি আনুগত্যের অঙ্গীকার প্রকাশের পর প্রথমে আফগান তালেবান এবং শনিবার পাকিস্তানী তালেবান বাগদাদির দাবি প্রত্যাখ্যান করলো। আইএস গতবছর তাদের রাষ্ট্রপ্রধানকে ‘খলিফা’ হিসেবে ঘোষণা করে। আল-বাগদাদি নিজেকে প্রধান হিসেবে রেখে একটি ‘খিলাফত’ প্রতিষ্ঠায় অভিলাষী। পাকিস্তানী তালেবান নেতৃত্ব সত্যিকারভাবে আইএসের দিক থেকে বেশ সতর্ক রয়েছে। এ ধরনের গুঞ্জনের মধ্যে গ্রুপটির কাছ থেকে এ সাম্প্রতিক বিবৃতিটি প্রকাশ পেল। পাকিস্তানী তালেবানের লক্ষ্য সরকারকে উচ্ছেদ করে একটি শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করা। পাকিস্তানী তালেবান বিবৃতিতে বলেছে, বাগদাদি খলিফা নন। কারণ, ইসলামে খলিফার অর্থ হচ্ছে যে, তার নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে মুসলিম বিশ্বব্যাপী। অথচ বাগদাদির এ রকম কোন নিয়ন্ত্রণ ক্ষমতা নেই। তার নিয়ন্ত্রণ কেবল নির্দিষ্ট অঞ্চলের জনগণের ওপর। বিবৃতিতে আরও বলা হয়, বাগদাদি কোন ইসলামী খলিফা নন। কারণ, তার মনোনয়ন ইসলামী শরিয়া অনুযায়ী হয়নি।
×