ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় বিএনপির সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে হট্টগোল

প্রকাশিত: ০৪:০০, ২১ ডিসেম্বর ২০১৫

বগুড়ায় বিএনপির সভায় কেন্দ্রীয় নেতাদের  সামনে হট্টগোল

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় পৌর নির্বাচন নিয়ে বিএনপির সভায় বিদ্রোহী প্রার্থী নিয়ে তুমুল হট্টগোল হয়েছে। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রবিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে পৌর নির্বাচন নিয়ে বিএনপির রাজশাহী বিভাগীয় মনিটরিং সেলের সদস্যদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। দলীয় সভা শেষে সংবাদ সম্মেলনে মনিটরিং সেল (১)-এর আহবায়ক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু বগুড়ায় মেয়র ও দলীয় কাউন্সিলর প্রার্থীদের প্রচারে বাধাসহ হুমকি দেয়ার অভিযোগ করেন। তিনি বলেন, এর পরেও সুষ্টু নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে তারা আশা করছেন। তিনি জানান, নির্বাচন থেকে বিএনপির সরে যাওয়ার কোন সম্ভাবনা নেই। ওয়ানডে ম্যাচের মতো পুরো ৫০ ওভারই তারা খেলবেন বলে মন্তব্য করেন তিনি। সভায় কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আব্দুল মোমেন তালুকদার খোকা, হেলালুজ্জামান তালুকদার, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, মেয়র ও কাউন্সিলর প্রার্থীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১৫ সদস্যের মনিটরিং সেলে বিএনপি ছাড়াও যুবলদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রয়েছেন। মনিটরিং সেলের সঙ্গে বৈঠকের সময় বিদ্রোহী প্রার্থীদের বিষয়টি উঠে আসে। এ ছাড়া কাজে সমন্বয় ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে। এ সময় শিবগঞ্জ ও গাবতলীসহ কয়েকটি পৌরসভার বিদ্রোহী প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মীদের কাজ করার অভিযোগ ওঠে। এক পর্যায়ে শিবগঞ্জ পৌরসভার বিষয়ে দলের এক নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে হট্টগোল শুরু হয়। এর পক্ষে বিপক্ষে বক্তব্য নিয়ে হাতাহাতির উপক্রম হয়। এ সময় বগুড়া পৌর সভার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান তার পোস্টার পুড়ে ফেলাসহ বাধা দেয়ার অভিযোগ করেন। জেলা বিএনপির পক্ষ থেকেও প্রচারে বাধা ও হুমকি দেয়ার অভিযোগ করা হয়।
×