ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিএনপির পাঁচ বিদ্রোহী প্রার্থীর বহিষ্কার চেয়ে চিঠি

প্রকাশিত: ০৪:০০, ২১ ডিসেম্বর ২০১৫

রাজশাহীতে বিএনপির  পাঁচ বিদ্রোহী প্রার্থীর বহিষ্কার চেয়ে চিঠি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ায় রাজশাহীর পাঁচ বিদ্রোহীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠিয়েছে জেলা বিএনপি। রবিবার জেলা বিএনপির চিঠি দলের কেন্দ্রীয় কমিটির কাছে পৌঁছানো হয়েছে। তবে বিদ্রোহী প্রার্থীর পক্ষে যারা প্রচারে নেমেছেন তাদের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জেলা বিএনপির দফতর সম্পাদক গোলাম মোস্তফা মামুন। সংশ্লিষ্ট সূত্রমতে, রাজশাহীর ১৩ পৌরসভার মধ্যে পাঁচটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওইসব বিদ্রোহী প্রার্থীর পক্ষে পৌর, উপজেলা ও জেলা বিএনপির অধিকাংশ নেতার সমর্থন রয়েছে। ইতোমধ্যেই অনেকেই প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারেও নেমেছেন। জেলা বিএনপির দফতর সম্পাদক বলেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পাঁচ পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কারের সুপারিশ করে চিঠি পাঠানো হয়েছে। রবিবার এ চিঠি দলের কেন্দ্রীয় কমিটির কাছে পৌঁছানো হয়েছে। তবে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেয়া নেতাদের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
×