ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের পতন

প্রকাশিত: ০৪:১৪, ২১ ডিসেম্বর ২০১৫

পুঁজিবাজারে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দুই বাজারেই লেনদেন হয়েছে পতনে। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের পতন হয়েছে। তবে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, রবিবার ডিএসইতে ৩৪৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬১ কোটি টাকা বা ২১ শতাংশ বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১৪ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেলস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বাংলাদেশ, শাশা ডেনিমস, কেডিএস এ্যাক্সেসরিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং খুলনা পাওয়ার কোম্পানি। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- এ্যাপেক্স ফুডস, আরএফএল, বিচ হ্যাচারী, জেমিনী সী ফুড, সোনার বাংলা ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, এমারেল্ড অয়েল, ইসলামিক ইন্স্যুরেন্স ও এ্যাপেক্স ফুটওয়ার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- রিজেন্ট টেক্সটাইল, ৫ম আইসিবি, মোজাফফর হোসেন স্পিনিং, সিমটেক্স, গ্রামীণ ১, আমান ফিড, পদ্মা অয়েল, সুহৃদ ইন্ড্রাস্টিজ, তুং হাই নিটিং ও প্রাইম টেক্স।
×