ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জয়

প্রকাশিত: ১৮:৪৮, ২১ ডিসেম্বর ২০১৫

উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জয়

অনলাইন ডেস্ক॥ হ্যামিল্টন টেস্টে চতুর্থ দিনে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৪৭ রান আর শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৫ উইকেট। এই লড়াইতে আজ মাত্র ১২.৩ ওভার খেলেই নিউজিল্যন্ড জয়ের লক্ষে পৌঁছে যায়। শ্রিলঙ্কা বোলারা নিউজিল্যান্ডের জয়ে কোন প্রতিবোন্দকতা সৃষ্টি করতে পারেনি। ফলে নিউজিল্যালেন্ড দুই ম্যাচ সিরিজে দুইটিতেই জিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতলো। শ্রীলঙ্কার ঝলসে উঠা বোলার চামিরা উইলিয়ামসনের ব্যটিং এ চির ধরাতে পারেনি। তিনি অপরাজিত ১০৮ রানের সুবাদে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন। হ্যামিল্টন টেস্টে টসে জিতে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে আমন্ত্রন জানায়। প্রথম ইনংসে শ্রীলঙ্কা ২৯২ রানকের জবাবে নিউজিল্যান্ড ২৩৭ রান তুলে। প্রথম ইনিংসে ৫৫ রানে এগিয়ে থাকার কারনে ম্যাচ অনেকটা শ্রীলঙ্কার অনুকুলে থাকে। কিন্ত দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা মাত ১৩৩ রানে আউট হয়ে গেলে ম্যাচটি আবার নিউজিল্যান্ডের অনুকুলে চলে আসে। কিন্তু নিউজিল্যান্ডের ২ জন ব্যাটসম্যান ১১ রানে ফিরে গেলে তারা কিছুটা বিপর্যয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত উইলিয়ামসন নিউজিল্যান্ডকে বিপর্যয় থেকে বাঁচিয়ে নিজের ১৩ সেঞ্চুরি পূর্ণ করে নিউজিল্যান্ডের জয় ছিনিয়ে আনেন। উইলিয়ামসনের এটা চলতি বছরে পঞ্চম টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয় করে ১৮৯ রান। চামিরা ৬৪ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট।
×