ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৌর নির্বাচন ॥ লড়ছেন ৫৮জন নারী কাউন্সিলর প্রার্থী

প্রকাশিত: ২১:২০, ২১ ডিসেম্বর ২০১৫

পৌর নির্বাচন ॥ লড়ছেন ৫৮জন নারী কাউন্সিলর প্রার্থী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার ছয়টি পৌরসভা নির্বাচনে আ’লীগ, বিএনপি, ওয়াকার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনপিপি মনোনীত ২২জন মেয়র প্রার্থীদের পাশাপাশি বিরামহীন প্রচার প্রচারনায় মাঠ সরগরম করে রেখেছেন ছয়টি পৌরসভার ১৮১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীরা। তাদের সাথে একাট্টা হয়ে নারী অধিকার প্রতিষ্ঠায় যৌতুক, বাল্যবিয়ে ও নারী নির্যাতনের বিরুদ্ধে স্বোচ্ছার প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে কোমড় বেঁধে মাঠে নেমেছেন ৫৮জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী। পুরুষ প্রার্থীদের পাশাপাশি দিনরাত সমানতালে নারী কাউন্সিলর প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ছুঁটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। জেলা নির্বাচন অফিসার আব্দুল হালিম খান জানান, পৌর নির্বাচনে জেলার বানারীপাড়া পৌরসভায় ৭ হাজার ৪৪৬ জন, নবগঠিত উজিরপুর পৌরসভায় ১০ হাজার ২৯৭ জন, বাকেরগঞ্জে ১২ হাজার ৫০১ জন, মুলাদীতে ১৪ হাজার ৮৪০ জন, মেহেন্দিগঞ্জে ২১ হাজার ৬৬৭ জন এবং গৌরনদীতে ২৭ হাজার ৮৯৮ জন ভোটার মিলিয়ে মোট ৯৪ হাজার ৬৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
×