ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পৌর ভোট ॥ বিএনপির অভিযোগের ‘সত্যতা’ পায়নি ইসি

প্রকাশিত: ২১:৩৯, ২১ ডিসেম্বর ২০১৫

পৌর ভোট ॥ বিএনপির অভিযোগের ‘সত্যতা’ পায়নি ইসি

অনলাইন রিপোর্টার ॥ নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে বিএনপির নেতার প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করার অভিযোগের সত্যতা খুঁজে পায়নি নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিটি। রবিবার কমিশনের আইন শাখার উপসচিব মো. মহসিনুল হকের ঘটনাস্থলে গিয়ে সার্বিক বিষয়ে তদন্ত করে ইসির কাছে প্রতিবেদন জমা দিয়েছে। গত ১৪ ডিসেম্বর বিএনপির মেয়র প্রার্থী কমিশনে অভিযোগ করেন, জোর করে তার প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। তার পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব ও ওই এলাকার সাবেক সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন অভিযোগ জমা দেন। পরদিনই মহসিনুলকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে ২০ ডিসেম্বরের মধ্যে তাকে প্রতিবেদন দিতে বলা হয়। মহসিনুল হক বলেন, বিএনপির প্রার্থী মোস্তফা কামাল ও প্রার্থীর পক্ষে আমমোকতার মাহাবুব উদ্দিন খোকন দুজনের কাউকেই তদন্তের সময় কা‌উকে পাওয়া যায়নি। তবে প্রার্থীর ভাই পরিচয়ে একজন এসেছিলেন। প্রার্থীর ভাই তদন্ত কমিটিকে বলেছেন, মোস্তফা কামাল স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। কমিটি অন্যান্য মাধ্যমেও খোঁজ-খবর নিয়ে একই ধরনের তথ্য পেয়েছেন। চাটখিলের আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
×