ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার

প্রকাশিত: ২৩:৪৩, ২১ ডিসেম্বর ২০১৫

টাঙ্গাইলে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল॥ পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী। তিনি সোমবার সকালে টাঙ্গাইলের ৮টি পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক মাহবুব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার, জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ পৌর নির্বাচনের মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
×