ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হয়রানির শিকার শুভশ্রী

প্রকাশিত: ২৩:৫০, ২১ ডিসেম্বর ২০১৫

হয়রানির শিকার শুভশ্রী

অনলাইন ডেস্ক ॥ একটি কলেজের বার্ষিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হয়রানি হতে হলো টালিগঞ্জের নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের ছাত্র সংসদের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। শনিবার সন্ধ্যায় আলিপুরদুয়ারা জেলার ফালাকাট কলেজে সংঘটিত ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে জেলা পুলিশ বলেছে, শুভশ্রীর সঙ্গে এমন কাণ্ড ঘটতে পারে তা তারা ভাবতেও পারেননি। মঞ্চের কিছুটা দূরে অভিনেত্রীর গাড়ি যেখানে দাঁড় করানো হয়, সেখানে কোনো ব্যারিকেড ছিল না। ফলে অভিনেত্রীতে দেখতে ছুটে আসা মানুষের ভিড় সামাল দিতে পারেনি পুলিশ। ঘটনার সময় তোলা ছবিতে দেখা গিয়েছে, কয়েক জন পুলিশ কর্মী দূরে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। আলিপুরদুয়ার পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ জানান, সব ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে। অনুষ্ঠানে ফালাকাটা থানার পুলিশ ছাড়াও র‌্যাফ মোতায়েন ছিল। ফালাকাটার বিধায়ক ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (টিএমসিপি) ব্লক সভাপতি অনিল অধিকারী বলেন, “যা ঘটেছে তা নিন্দনীয়। তবে যা শুনেছি, তাতে মনে হচ্ছে শুভশ্রীর কিছুটা সংযত হওয়া উচিত ছিল। ভিড়ের মধ্যে দু’চার জন ছেলে এই ঘটনা ঘটিয়েছে। আমাদের ছেলেরা পরে অভিনেত্রীকে গাড়িতে তুলে দেন।”
×