ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিফা সভাপতি সেপ ব্লাটার নিষিদ্ধ

প্রকাশিত: ০০:১৩, ২১ ডিসেম্বর ২০১৫

ফিফা সভাপতি সেপ ব্লাটার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক ॥ ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হলেন ফিফা সভাপতি সেপ ব্লাটার। একই সাথে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকেও একই ধরনের শাস্তি দেয়া হয়েছে। এই শাস্তি প্রদানের মাধ্যমে বিতর্কিত কর্মকান্ডের দায়ে ১৯৯৮ সালে পাওয়া দায়িত্ব ছাড়তে হচ্ছে ব্লাটারকে। অবশ্য এর আগেই ক্ষমতা ছাড়ার ঘোষনা দিয়েছিলেন তিনি। চলতি বছর মে মাসে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার পর ব্লাটারের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে সোমবার ফিফার এথিক্স কমিটি এই নিষেধাজ্ঞা জারী করে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ২০১১ সালে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো দেওয়ায় তাদের দু’জনকে ৮ বছরের জন্যে সব ধরনের কর্মকান্ড থেকে নিষিদ্ধ করা হলো। এছাড়াও অতিরিক্ত শাস্তি স্বরূপ ব্লাটারকে ৫০ হাজার সুইস ফ্রাঁ ও প্লাতিনিকে ৮০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। অবশ্য দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ব্লাটার ও প্লাতিনি।
×