ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে নৌকার পক্ষে খেলোয়াড়রা

প্রকাশিত: ০৫:৩২, ২২ ডিসেম্বর ২০১৫

কিশোরগঞ্জে নৌকার পক্ষে খেলোয়াড়রা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২১ ডিসেম্বর ॥ কিশোরগঞ্জ পৌরসভায় নির্বাচনী প্রচার জমজমাট হয়ে উঠেছে। দিন-রাত প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগসহ পথসভা করে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। এখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহমুদ পারভেজ পেশায় শিক্ষকতা করলেও ছাত্র রাজনীতি থেকে তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকা-ে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। একজন সফল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে। তার পক্ষে নির্বাচনী প্রচার চালাতে মাঠে নেমেছেন প্রাক্তন-বর্তমান খেলোয়াড় ও সংস্কৃতিকর্মীরা। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মাঠ ছেড়ে প্রচারে নেমেছেন প্রাক্তন জাতীয় ফুটবলার সেন্টু, প্রাক্তন জাতীয় এ্যাথলেট সুবল সরকার, ক্রীড়া সংগঠক হোসেন সারোয়ার লিটন, সাবেক ক্রিকেটার লাভলু, স্বপন, সাবেক ফুটবলার সুরুজ, সংগঠক শোভন, রেফারি শামীমসহ শতাধিক সাবেক ও বর্তমান ক্রীড়ামোদী। অন্যদিকে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও সোমবার দুপুরে জেলা বারে কর্মরত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাহমুদ পারভজকে সঙ্গে নিয়ে শহরে গণসংযোগ চালায়। শ্রীপুর আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে ফের শোকজ নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২১ ডিসেম্বর ॥ শ্রীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনিছুর রহমানকে রবিবার শোকজ নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। এর একদিন আগে শুক্রবারও একই অভিযোগে আনিছুর রহমান ও বিএনপির মেয়র প্রার্থী মোঃ শহিদুল্লাহ শহিদকে শোকজ নোটিস দিয়েছিলেন রিটার্নিং অফিসার।
×