ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটরে নির্বাচনের মাঠে উস্কানীমূলক বক্তব্য দেয়ার অভিযোগ উঠেছে

প্রকাশিত: ২২:৩৮, ২২ ডিসেম্বর ২০১৫

নাটরে নির্বাচনের মাঠে উস্কানীমূলক বক্তব্য দেয়ার অভিযোগ উঠেছে

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ “নির্বাচনী প্রচার প্রচারনার প্রথম দিন থেকেই বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, উস্কানীমূলক বক্তব্য দিয়ে ভোটারদের বিভ্রান্তি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। মসজিদে নামায শেষে দোয়া মাহফিলে এবং জানাযায় অংশগ্রহন একমাত্র মুসলমানদের দ্বারাই সম্ভব” ইত্যাদি বক্তব্য প্রদান করার মাধ্যমে নির্বাচনী আচরনবিধি ভঙ্গ করে প্রচারাভিযান অব্যাহত রেখেছেন বলে মন্তব্য করেন নাটোরের আওয়ামীলীগ সমর্থিত পৌরমেয়র পদপ্রার্থী উমা চৌধুরী জলি। মঙ্গলবার সকালে শহরের কান্দিভিটুয়াস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে উমা চৌধুরী জলি বলেন, তিনি নির্বাচন কমিশনের সকল নীতিমালা অনুসরন করে দলীয় নেতাকর্মী ও পৌরসভার সকল নাগরিকদের নিয়ে নির্বাচনী প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন। কিন্তু আসন্ন পৌরনির্বাচনে তার ইমেজ নষ্ট করতেই তার এবং তার নেতা কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারনায় ভয়ভীতি প্রদর্শন, বাধাদানসহ নানা মিথ্যাচারের আশ্রয় নিয়ে সংবাদ সম্মেলনসহ রিটানিং কর্মকর্তার কাছে বিভিন্ন আবেদন নিবেদন করে আসছেন বিএনপি মনোনীত মেয়র মেয়র পদপ্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন। শেখ এমদাদুল হক আল মামুনের মিথ্যা সংবাদ সম্মেলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে উমা চৌধুরী জলি আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বর্তমান সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং নির্বাচন কমিশনের স্বাধীন কর্মকান্ডে পৌর নির্বাচন যখন সুষ্ঠ, নিরপেক্ষ এবং গ্রহনযোগ্যভাবে অনুষ্ঠিত হতে চলেছে, তখন আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তার বিরুদ্ধে মিথ্যাচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী উপস্থিত ছিলেন।
×