ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভূমি ছাড়পত্র অনলাইনেই

প্রকাশিত: ২২:৪২, ২২ ডিসেম্বর ২০১৫

ভূমি ছাড়পত্র অনলাইনেই

অনলাইন রিপোর্টার ॥ কাগুজে ঝামেলা ও হয়রানি এড়াতে অনলাইনেই ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদন ছাড়পত্র সেবা চালু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার ধানমন্ডির একটি মসজিদ নির্মাণের জন্য ভূমি ব্যবহারের ছাড়পত্র অনুমোদনের মাধ্যমে ডিজিটাল এই সেবার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রাথমিকভাবে রাজউকের অঞ্চল-৫ (লালবাগ-ধানমণ্ডি) এর বাসিন্দারা এই সেবা পাবেন, যা পর্যায়ক্রমে অন্যান্য এলাকার জন্যও চালু হবে। বিশ্ব ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও ইউকেএইডের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। পূর্ত সচিব মঈনুদ্দিন আব্দুল্লাহ, রাজউক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন, বিশ্ব ব্যাংকের ট্রেড অ্যান্ড কম্পিটেটিভনেস শাখার প্রতিনিধি মিয়া মো. রহমত আলী রাজউক ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
×