ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাদুল্যাপুরের মর্মান্তিক দুর্ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি

প্রকাশিত: ২২:৪৫, ২২ ডিসেম্বর ২০১৫

সাদুল্যাপুরের মর্মান্তিক দুর্ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সাদুল্যাপুর উপজেলায় ভেঙ্গে ফেলা ব্রীজের সংযোগ সড়কে মাটি চাপা পড়ে কলেজ ছাত্রীসহ ৩ জন নিহত ও ৫ জন আহত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার জরুরী ভিত্তিতে তদন্তে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক নিহত ৩ জনকে দাফন কাফনের জন্য ১০ হাজার টাকা ও আহতদের ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩ নিহতের প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণাও দেয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের লংকেরশ্বী ব্রীজের সংযোগ রাস্তার মাটি চাপা পরে গত সোমবার রাতে এক কলেজ ছাত্রীসহ তিন জন মারা গেছে। নিহতরা হলেন গাইবান্ধা সরকারী কলেজ থেকে এ বছর অনার্স পাশ করা কাকুলি আক্তার (২১), তার ফুফা আবদুস ছাত্তার সরকার (৬০) ও আব্দুল কুদ্দুস (৩০)। আহত হলো- আরিফ মিয়া, সেলিমা বেগম ও মিনারা বেগম, ফুল মিয়া ও সোহেল। নিহত ও আহতরা সকলেই নিকট আত্মীয় এবং ওই ব্রীজ সংলগ্ন মধ্য জয়েনপুর গ্রামের বাসিন্দা।
×