ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুত খাত উন্নয়নে তৃতীয় কিস্তির অর্থ দিচ্ছে এডিবি

প্রকাশিত: ০০:১০, ২২ ডিসেম্বর ২০১৫

বিদ্যুত খাত উন্নয়নে তৃতীয় কিস্তির অর্থ দিচ্ছে এডিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদ্যুত খাত উন্নয়নে তৃতীয় কিস্তির অর্থ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এজন্য ২০ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। এডিবির দেয়া অর্থের শর্ত হচ্ছে, ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এবং সুদের হার লাইবর (লন্ডন ইন্টার ব্যাংক অফার) ভিত্তিক। এ ছাড়া এ ঋণের জন্য অব্যয়িত অর্থের ওপর শুণ্য দশমিক ১৫ শতাংশ হারে কমিন্টমেন্ট চার্জ এবং শূণ্য দশমিক ১০ শতাংশ হারে প্রিমিয়াম দিতে হবে। মেজবাহ উদ্দিন জানান, বাংলাদেশের বিদ্যুৎ খাত উন্নয়নের লক্ষ্যে এডিবি মাল্টি ট্রান্স ফিন্যান্সিং ফ্যাসিলিটি এর আওতায় মোট ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের পাওয়ার সিস্টেম এক্সপানসন এন্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রগ্রাম শীর্ষক কর্মসুচী গ্রহন করেছে। তিন পর্যায়ের এ কর্মসূচির আওতায় প্রথম ও দ্বিতীয় ট্রান্স এর কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে। এডিবি এ কর্মসূচির জন্য তিন ট্র্রান্স এ প্রথম কিস্তির ১৮ কোটি ৫০ লাখ, দ্বিতীয় কিস্তি ৩১ কোটি এবং এ চুক্তির আওতায় তৃতীয় কিস্তির ২০ কোটি ৫০ লাখ সহ মোট ৭০ কোটি মার্কিন ডলার দিচ্ছে এডিবি। মোট ব্যয়ের বাকি অর্থ দিচ্ছে এএফডি ১০ কোটি মার্কিন ডলার, ইআইবি ১৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার এবং বাংলাদেশ সরকার ২২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের বিদ্যুৎ খাতে উৎপাদন, সঞ্চালন এবং বিতরন সক্ষমতা বৃদ্ধি করা ট্রান্স তিন এর আওতায় কার্যবলী বাস্তবায়ন করা হবে, রিপ্লেসমেন্ট অব এ্যাগনিং স্টিম এন্ড গ্যাস টারবাইন পাওয়ার প্লান্টস অব ২২০ মেগাওয়াট উইথ এ মোর ইফিসিয়েন্ট ৪০০ মেগা গ্যাস-ফার্য়াড কমবাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট এট আশুগঞ্জ পাওয়ার স্টেশন, আপগ্রেডিং অব এ্যাপ্রোচ ৬৫ কিলোমিটার অব ১৩২ কিলোমিটার ডাবল সার্কিট কুমিলাø-চাদপুর ট্রান্সমিশন লাইন এন্ড কন্সট্রাকশন অব ৭ কিলোমিটার ১৩২ কেভি ডাবল সার্কিট মাদুনা ঘাট- কালারঘাট আন্ডার গ্রাউন্ড ট্রান্সমিশন লাইন, কন্সট্রাকশন অব ১৩২/৩৩ কেভি এয়ার ইনসুলেটেড সাবস্টেশন এটকাচুয়া এন্ড ১৩২/৩৩ কেভি গ্যাস-ইনসুলেটেড সাবস্টেশন এট কালুর ঘাট, আপগ্রেডিং অব এক্সচাইটিং ১৩২/৩৩ কেভি সাবস্টেশন এট মদনঘাট এন্ড ১৩২/৩৩ কেভি সাবস্টেশন এট কুমিল্লা ফরমএআইএস টু গিজ এন্ড রিপ্লেসমেন্ট অব এ্যাক্সচাইটিং মটরস উইথ এ্যাপ্রোচমেটালি ৭০০ প্রি-পেমেন্ট মিটারস ইন ঢাকা ডিভিশন।
×