ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে পৌর নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে মহিলা প্রার্থীরা

প্রকাশিত: ০০:১৫, ২২ ডিসেম্বর ২০১৫

বাঁশখালীতে পৌর নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে মহিলা প্রার্থীরা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে বিরামহীন গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীরা। মেয়র ও সাধারণ কাউন্সিলরদের সাথে পাল্লা দিয়ে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে মহিলা কাউন্সিলর প্রার্থীরা। তাছাড়া মেয়র প্রার্থী এবং পুরুষ কাউন্সিলরদের তুলনায় নারী কাউন্সিলরদের প্রচারণায় ছিল চোখে পড়ার মত। মেয়র ও সাধারণ কাউন্সিলরদের ন্যায় সাধারণ ভোটারদের মাঝে নানা ধরনের প্রতিশ্র“তি দিচ্ছে মহিলা কাউন্সিলর প্রার্থীরা। তারা সাধারণ লোকজনের সাথে কু-শল বিনিময়ের পরও বিশেষ করে মহিলা ভোটারদেরকে জড়িয়ে নানা ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডের আশার বাণী শুনাচ্ছেন এবং নিজের প্রতীকে ভোট কামনা করছেন। মঙ্গলবার দেখা গেছে সব মহিলা প্রার্থী ব্যপক প্রচারণায় ব্যস্থ। বিগত দিনে যারা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিল তারাও পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে। এদিকে সংরক্ষিত ৩ আসনে অংশগ্রহণকারী মহিলা কাউন্সিলররা হলেন, ১নং ওয়ার্ডে সারবান তাহেরা ফেরদৌসী (ভ্যানিটি ব্যাগ), ফাতেমা বেগম (গ্যাসের চুলা), রুজিনা আক্তার (মৌমাছি), হামিদা বেগম (কাঁচি), সাবরিনা সুলতানা চৌধুরী (আঙ্গুর), ২নং ওয়ার্ডে নিলুফা আক্তার (আঙ্গুর), রোজিনা সুলতানা (কাঁচি), ঝর্ণা সুশীল (হারমোনিয়াম), ৩নং ওয়ার্ডে ছাদেকা নুর খানম বিউটি (কাঁচি), নারগিস আক্তার (আঙ্গুর)। কনকনে শীতকে হার মানিয়ে রাতদিন উপেক্ষা করে মহিলা কাউন্সিলরদের প্রচারণায় মুখরিত পুরো এলাকা।
×