ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নবেম্বরে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রেমিটেন্স বেশি এসেছে

প্রকাশিত: ০০:৫৩, ২২ ডিসেম্বর ২০১৫

নবেম্বরে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রেমিটেন্স বেশি এসেছে

অর্থিনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের (২০১৪-১৫) নবেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মধ্যমে প্রবাসী-আয় বা রেমিটেন্স এসেছে ১১৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। এ মাসটিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রেমিটেন্স এসেছে ৬৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। আর ইউরোপ-আমেরিকার দেশগুলো থেকে প্রবাসীরা পাঠিয়েছে ৪৮ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। যা অক্টোবরের তুলনায় চেয়ে বেশি। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো রেমিটেন্স সংক্রান্ত এক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, লিবিয়া ও ইরাণ থেকে নভেম্বর মাসে রেমিটেন্স এসেছে ৬৫ কোটি ৩০ লাখ মার্কিণ ডলার। যা আগের মাস অক্টোবরের তুলনায় ১ কোটি ৬ লাখ মার্কিণ ডলার বেশি। অন্যদিকে ইউরোপ-আমেরিকার দেশগুলো যেমন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, মালেয়শিয়া, সিঙ্গাপুর, অষ্ট্রেলিয়া, ইতালি, দক্ষিণ কোরিয়া, হংকং সহ আরো কয়েকটি দেশ থেকে রেমিটেন্স এসেছে ৪৮ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। যা আগের মাসের তুলনায় ৩ কোটি ৩৪ লাখ মার্কিণ ডলার বেশি। অর্থাৎ বাংলাদেশি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সব জায়গা থেকেই বেড়েছে। আর বরাবরের মতই সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকেই। দেশটি থেকে এবার রেমিটেন্স এসেছে ২২ কোটি ৪০ লাখ মার্কিণ ডলার। তবে দেশটি থেকে আগের মাসে রেমিটেন্স এসেছিল ২৪ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। এখান থেকে আসা রেমিটেন্সের পরিমান ২০ কোটি ২৫ লাখ ডলার। এর পরে রয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটি থেকে রেমিটেন্স এসেছে ১৯ কোটি ২২ লাখ ডলার যা আগের মাসের তুলনায় ১ কোটি ডলার বেশি। এর পরে রেমিটেন্স বেশি এসেছে যেসব দেশগুলো থেকে সেগুলোর মধ্যে রয়েছে মালেয়শিয়া, কুয়েত, ওমান, যুক্তরাজ্য সহ অন্যান্য দেশগুলো। উল্লেখ্য, চলতি অর্থবছরের নভেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মধ্যমে প্রবাসী-আয় বা রেমিটেন্স এসেছে ১১৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। যা তার আগের মাস অক্টোবরের চেয়ে ৩ কোটি ৯০ লাখ ডলার বেশি। অক্টোবরে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিল ১০৯ কোটি ৮৪ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, গত ২০১৪-১৫ অর্থবছরের প্রবাসীরা মোট ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। এর আগের ২০১৩-১৪ অর্থবছরের প্রবাসীরা পাঠিয়েছিল ১ হাজার ৪২২ কোটি ৮৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স। ২০১২-১৩ অর্থবছরের প্রবাসীরা মোট ১ হাজার ৪৪৬ কোটি ১১ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। বর্তমানে ১৫৭টি দেশে ৮৫ লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন।
×