ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রমিকদের উন্নয়নে সিএসআর ব্যয়ের অনুরোধ গবর্নরের

প্রকাশিত: ০৫:১২, ২৩ ডিসেম্বর ২০১৫

শ্রমিকদের উন্নয়নে সিএসআর ব্যয়ের অনুরোধ গবর্নরের

বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান শ্রমিকদের উন্নয়নে গার্মেন্টস মালিকদের সিএসআর ব্যয়ের অনুরোধ করেছেন। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি এ্যান্ড আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট রিসার্চ ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে সিএসআর সেন্টার ও আগা খান ফাউন্ডেশন বাংলাদেশ। গবর্নর বলেন, দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরতদের ৮৫ শতাংশই নারী শ্রমিক। তাদের উন্নয়নে কাজ করলে আরও ভালভাবে কাজ করতে পারবে এসব শ্রমিক। আমাদের বোঝা উচিত, তাদের সন্তানদের সঠিক উন্নয়ন না হলে দীর্ঘমেয়াদী উন্নয়ন করা সম্ভব নয়। বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি করে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে এই নারী শ্রমিকরাই। বিশ্ববাজারে পোশাকের গায়ে মেড ইন বাংলাদেশ লেখা দেখে আমরা গর্ববোধ করি একমাত্র নারী শ্রমিকদের কল্যাণেই। -অর্থনৈতিক রিপোর্টার
×