ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিতাসের মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৫:১৩, ২৩ ডিসেম্বর ২০১৫

তিতাসের মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ তিতাস গ্যাস টিএ্যান্ডডি কোম্পানি লিমিটেড ২০১৪-১৫ অর্থবছরে করপূর্ব মুনাফা করেছে ১ হাজার ২১০ কোটি ১৩ লাখ টাকা। এছাড়া শেয়ারের বিপরীতে ১৫ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন করেছে কোম্পানিটি। মঙ্গলবার ঢাকা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও তিতাস বোর্ডের চেয়ারম্যান নাজিমউদ্দিন চৌধুরী। তিতাস গ্যাস কোম্পানি ২০১৪-১৫ অর্থবছরে ১৫ হাজার ৪১৬ দশমিক ৮৭ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ৮ হাজার ১৬০ কোটি ৬২ লাখ টাকা রাজস্ব আয় করেছে। যা বিগত অর্থবছরের তুলনায় ৪ দশমিক ৯৮ শতাংশ বেশি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি করোত্তর নিট মুনাফা করেছে ৮৮৮ কোটি ৬১ লাখ টাকা। এছাড়া বিভিন্ন খাতে রাষ্ট্রীয় কোষাগারে ৬৫৭ কোটি ২৬ লাখ টাকা প্রদান করেছে কোম্পানিটি, যা গত অর্থবছরে ছিল ৬১৫ কোটি ৪১ লাখ টাকা।
×