ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ব্যাংককে সিএসই’র অভিনন্দন

প্রকাশিত: ০৫:১৩, ২৩ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ ব্যাংককে সিএসই’র অভিনন্দন

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারির পর বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান এবং বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। রবিবার ব্যাংক কোম্পানি কর্তৃক পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত নীতিমালায় সহযোগী প্রতিষ্ঠানকে দেয়া মূলধন শেয়ার বাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা গণনার বাইরে রাখার ঘোষণা দেয়ায় এ অভিনন্দন জানানো হয়েছে সিএসইর পক্ষ থেকে। সিএসইর চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ মঙ্গলবার একটি বিবৃতির মাধ্যমে এ অভিনন্দন জানান। বিবৃৃতিতে ড. মজিদ বলেন, সিএসই আশা করছে, এর ইতিবাচক প্রভাব পুঁজিবাজারে নিশ্চয়ই পড়বে। পুঁজিবাজারের প্রতি বাংলাদেশ ব্যাংকের গুরুত্বারোপ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মনোভাবের কল্যাণে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত বিধিমালা পরিপালন সহজ হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×