ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেনিয়ায় খ্রীস্টানদের রক্ষায় মুসলমানদের প্রতিরোধ

প্রকাশিত: ০৬:০৩, ২৩ ডিসেম্বর ২০১৫

কেনিয়ায় খ্রীস্টানদের রক্ষায় মুসলমানদের প্রতিরোধ

কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইলওয়াকের মান্দেরা এলাকায় সোমবার একটি যাত্রীবাহী বাসে সোমালিয়ার জঙ্গীগোষ্ঠী আল শাবাবের হামলায় দুইজন নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন। এলাকাটি সোমালিয়ার সীমান্ত এলাকায় অবস্থিত। খবর এএফপি ও টেলিগ্রাফ অনলাইনের হামলা চলাকালে বাসের খ্রীস্টান যাত্রীদের শনাক্ত করতে মুসলমান যাত্রীদের সরে দাঁড়াতে বলে জঙ্গীরা। কিন্তু মুসলমানরা তা করতে অস্বীকার করে। এক বছর আগে একই এলাকায় আল শাবাব জঙ্গীরা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে মুসলিম যাত্রীদের ছেড়ে দিয়ে অমুসলিম ২৮ যাত্রীকে গুলি করে হত্যা করেছিল। এবারের ঘটনায় আক্রান্ত বাসটির এক মুসলিম যাত্রী আব্দি মোহাম্মদ আব্দি জানান, আল শাবাবের ১০ জঙ্গী বাসটিতে উঠে মুসলিম যাত্রীদের খ্রীস্টানদের থেকে আলাদা হবার নির্দেশ দিলেও তারা তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এমনকি আমরা কয়েকজন অমুসলিমকে আমাদের ধর্মীয় বেশ পরিয়ে দিয়েছিলাম তারা যেন সহজে তাদের চিনতে না পারে। আমরা সবাই শক্তভাবে একসঙ্গে জড়ো হয়েছিলাম। জঙ্গীরা আমাদের গুলি করার ভয় দেখায় কিন্তু আমরা তাদের কথা না মেনে আমাদের ভাই ও বোনদের রক্ষা করেছি। শেষ পর্যন্ত তারা হাল ছেড়ে দিয়ে চলে যায়। তবে আবার আসতে পারে বলে সতর্ক করে। আগের অনেকগুলো হামলাতে আল শাবাব মুসলিম ও অমুসলিম সবাইকেই হত্যা করেছে।
×