ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গার্ডিওলা থাকছেন না- জানত বেয়ার্ন

প্রকাশিত: ০৬:১১, ২৩ ডিসেম্বর ২০১৫

গার্ডিওলা থাকছেন না- জানত বেয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মানিতে আর থাকছেন না পেপ গার্ডিওলা। বিষয়টা এখন নিশ্চিত। চলতি মৌসুমেই জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তার। গার্ডিওলা ইতোমধ্যেই ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন চলতি মৌসুম শেষেই তিনি আর থাকছেন না এ্যালিয়াঞ্জ এ্যারেনায়। এবার বেয়ার্নের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে নিজেই জানালেন অনেক আগেই তিনি এ বিষয়ে নিশ্চিত ছিলেন। ২০১৩ সালের জানুয়ারিতে জাপ হেইঙ্কেসের উত্তরসূরি হিসেবে বেয়ার্নের দায়িত্ব নেন ৪৪ বছর বয়সী গার্ডিওলা। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার হয়ে ঈর্ষণীয় সাফল্য পেয়েছিলেন এ কোচ। বেয়ার্নও তাদের পূর্ব সাফল্য ধরে রাখতে পেরেছে গার্ডিওলার হাত ধরে। কিন্তু তিন বছরের চুক্তি শেষ হয়ে যাচ্ছে তার বাভারিয়ানদের হয়ে। নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরুর আগেই গার্ডিওলা জানিয়ে দিয়েছেন তিনি আর থাকছেন না। তবে এরও আগে বিষয়টি জানতেন রুমেনিগে। তিনি দাবি করেছেন গত সেপ্টেম্বরেই তিনি এ বিষয়ে নিশ্চিত হয়েছিলেন। জার্মানির সবচেয়ে বড় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বেয়ার্নের চেয়ারম্যান বলেন, ‘দুই সপ্তাহ আগে এক অনুষ্ঠানে তিনি আমার কাছে এসেছিলেন। সে সময় তিনি জানান নতুন চ্যালেঞ্জ নিতে চান। সে সময় তার মনোভাবটা ক্ষমাপ্রার্থনার মতোই ছিল। কারণ আমাদের না করে দেয়াটা সত্যিই তার কাছে অনেক কঠিন ছিল। কিন্তু তার এ মনোভাব দেখে আমি কোনভাবেই তার ওপর হতাশা প্রকাশ করতে পারিনি।’ গার্ডিওলা তার দেশ স্পেনের উদ্দেশে বড়দিনের উৎসব পালনের জন্য জার্মানি ছেড়ে গেছেন। এর আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন তিনি আর চুক্তি নবায়ন করতে চান না।
×