ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনে ভূমিধসের প্রায় তিনদিন পর জীবিত উদ্ধার

প্রকাশিত: ০১:৩৮, ২৩ ডিসেম্বর ২০১৫

চীনে ভূমিধসের প্রায় তিনদিন পর জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ চীনের ভূমি ধসে ভবনের নিচে চাপা পড়ার প্রায় তিনদিন পর ১৯ বছর বয়সী এক তরুণকে জীবিত উদ্ধার করা হয়েছে। শেনঝেন এলাকায় রোববারের ওই ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে এবং মাত্র তিনজন উদ্ধার পেয়েছে বলে জানিয়েছে বিবিসি। তিয়ান জেমিং নামের ওই তরুণকে স্থানীয় সময় বুধবার চারটার দিকে একটি ভবনের ধ্বংসাবশেষের নিচে পাওয়া যায়। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিং প্রদেশের বাসিন্দা তিয়ান একজন অভিবাসী কর্মী। স্থানীয় কতৃপক্ষ বুধবার জানিয়েছে, দুর্বল অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। ভবনের ছাদের নিচে চাপা পড়ে থাকা ওই তরুণকে উদ্ধারে উদ্ধারকর্মীরা দুই ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা করেন। ওই সময় তার পাশ থেকে আরেক কর্মীর লাশ উদ্ধার করা হয়। রোববার ভারি বৃষ্টিপাতের পর একটি শিল্প এলাকার নির্মাণ বর্জ্য ধসে পড়লে মঙ্গলবার ধ্বংসাবশেষ থেকে প্রথম মৃতদেহ উদ্ধার করা হয়। ভূমিধসের পর অন্তত ৯০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ধসের ঘটনায় কমপক্ষে ৫০টি ফুটবল মাঠের সমান এলাকা ১০ মিটার পর্যন্ত মাটির আবরণে ঢাকা পড়েছে। বিধ্বস্ত হয়েছে প্রাকৃতিক গ্যাস সংযোগের পাইপলাইন। কয়েকহাজার মানুষ এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
×