ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৩১ ডিসেম্বর খোলা থাকবে ব্যাংক, হলিডে ১ জানুয়ারি

প্রকাশিত: ০২:২৩, ২৩ ডিসেম্বর ২০১৫

৩১ ডিসেম্বর খোলা থাকবে ব্যাংক, হলিডে ১ জানুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পৌরসভা নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা বন্ধ থাকবে। এ কারণে ৩১ ডিসেম্বর ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এবার ব্যাংক হলিডে ১ জানুয়ারি। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বুধবার এ তথ্য জানানো হয়। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের বিষয়টি জানিয়েও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পৌরসভা নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর সারা দেশে নির্বাচনসংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো বন্ধ থাকবে। এ কারণে ২০১৫ সালের বার্ষিক হিসাব ক্লোজিংয়ের সুবিধার্থে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংক যথারীতি খোলা থাকবে। এ পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বরের পরিবর্তে ব্যাংক হলিডে ঘোষণা করা হলো ১ জানুয়ারি। পাশাপাশি ৩০ ডিসেম্বর বন্ধ থাকা শাখাগুলোর ওপর চেক উপস্থাপনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে প্রজ্ঞাপনে। সারা দেশে ২৩৪টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। নির্বাচনে ভোটের দিন ধার্য আছে ৩০ ডিসেম্বর। ফলে নির্বাচনী এলাকাগুলোর সব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। উল্লেখ্য, বার্ষিক হিসাবের সুবিধার্থে প্রতি বছর ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন হয়। এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো লেনদেন হয় না। ব্যাংকগুলো এদিন বার্ষিক হিসাব চূড়ান্ত করে মুনাফা/লোকসান বের করার পাশাপাশি অন্যান্য হিসাবও চূড়ান্ত করে। তবে এবার ৩০ ডিসেম্বর কিছু এলাকায় ব্যাংক শাখা বন্ধ থাকার কারণে হিসাবে কিছুটা গরমিল হতে পারে— এ আশঙ্কায় এবার ব্যাংক হলিডে একদিন পিছিয়ে দেয়া হয়েছে।
×