ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রার্থিতা ফিরে পেলেন কচুয়ার আ'লীগ বিদ্রোহী প্রার্থী

প্রকাশিত: ০২:২৫, ২৩ ডিসেম্বর ২০১৫

প্রার্থিতা ফিরে পেলেন কচুয়ার আ'লীগ বিদ্রোহী প্রার্থী

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সদস্য আহসান হাবিব প্রাঞ্জলের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, তাকে সহযোগিতা করেন আব্দুল কাদের ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। প্রাঞ্জলের আইনজীবী আব্দুল কাদের ভূঁইয়া জানান, মামলা ও তথ্য গোপন করার কারণ দেখিয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ আশরাফ হোসেন গত ৬ ডিসেম্বর আহসান হাবিব প্রাঞ্জলের মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি আপিল করলে গত ১১ ডিসেম্বর আপিল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের আদেশই বহাল রাখেন। পরবর্তীতে গত ১৭ ডিসেম্বর আহসান হাবিব প্রাঞ্জল হাইকোর্টে এর বিরুদ্ধে আপিল করলে বুধবার শুনানি শেষে আপিল কর্তৃপক্ষের ওই রায়কে বাতিল করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, এমন খবর আমরাও শুনেছি। এখনো কোন আদেশের কপি পাইনি। উচ্চ আদালতের আদেশের কপি পেলে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে। এ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নাজমুল আলম স্বপন এবং বিএনপির প্রার্থী হুমায়ুন কবির প্রধান।
×