ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গৌরীপুরে পাল্টাপাল্টি অভিযোগ ॥ ১৬ প্রার্থীকে জরিমানা

প্রকাশিত: ০৪:১৩, ২৪ ডিসেম্বর ২০১৫

গৌরীপুরে পাল্টাপাল্টি অভিযোগ ॥ ১৬ প্রার্থীকে জরিমানা

বাবুল হোসেন, ময়মনসিংহ ॥ আসন্ন গৌরীপুর পৌরসভার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের বিরুদ্ধে কালো টাকা ছড়ানো ও নির্বাচনী প্রচারে প্রতিপক্ষকে বাধাদানের অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী সুজিত কুমার দাস। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র শফিকুল ইসলাম হবির অভিযোগ, সৈয়দ রফিকুল ইসলাম প্রতিপক্ষের কাউকে আওয়ামী লীগ অধ্যুষিত ভোটারদের কাছে যেতে দিচ্ছেন না। নির্বাচনী প্রচারে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ হবির। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সব অভিযোগ অস্বীকার করেছেন। আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ও বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এদিকে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বিএনপির মেয়র প্রার্থীসহ ১৬ জনকে জরিমানা করা হয়েছে। কালকিনিতে নৌকায় সক্রিয় পাঁচ শ’ নারী কর্মী নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর), ২৩ ডিসেম্বর ॥ মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ এনায়েত হোসেনের নৌকা প্রতীকের পক্ষে ভোট ভিক্ষায় নেমেছেন ৫ শতাধিক মহিলা কর্মী। বুধবার সকাল থেকে শুরু হয়েছে তাদের ভোট প্রার্থনা। পৌর এলাকার ৯টি ওয়ার্ডেই সকল মহিলাকর্মীরা মাঠ চষে বেড়াচ্ছেন। বিশেষ করে এই প্রথম কালকিনি পৌর নির্বাচনে পুরুষের পাশাপাশি সমান তালে মহিলাকর্মীরা মাঠে নেমেছেন। সব মিলিয়ে নৌকার পক্ষে মহিলাদের গণসংযোগ করতে বেশি দেখা গেছে। আরা এ নির্বাচন উপলক্ষে নৌকার প্রার্থী এনায়েত হোসেনের পক্ষ থেকে তাদের এলাকায় চকলেট বিতরণ করতে দেখা গেছে।
×