ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিডনির পাথর অপারেশনে রুপা চৌধুরীকে সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৪৫, ২৪ ডিসেম্বর ২০১৫

কিডনির পাথর অপারেশনে রুপা চৌধুরীকে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ কিডনিতে পাথরসহ জটিল ব্যাধিতে ভুগছেন রুপা চৌধুরী (২৫)। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। গত আগস্টে তার ডান কিডনিতে পাথর ধরা পড়ে। প্রথম দফা ডাক্তার দেখানোর পর পরবর্তীতে অর্থের অভাবে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয়নি। ফলে কিডনি অনেকটা অকোজো হয়ে যাওয়ায় দিন দিন অসুস্থতা বেড়ে যাচ্ছে। ডাক্তার জরুরী ভিত্তিতে কিডনিতে পাথর অপারেশনের পরামর্শ দিলেও বয়স কম ও মাইগ্রেনের সমস্যা থাকায় সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ডাক্তার ওষুধ দিলেও অবস্থার কোন উন্নতি হয়নি। পাথর ছোট হয়ে এলেও শরীরটা ফুলে যাচ্ছে। প্রতিদিন দামী ওষুধ কেনা ও ব্যয়বহুল স্বাস্থ্য পরীক্ষার খরচ বহন করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রুপা চৌধুরীর সুস্থ হতে প্রয়োজন দুই লাখ টাকার বেশি। কিন্তু রুপার মা অসুস্থ, পিতা নেই। ফলে চিকিৎসার এই বিপুল পরিমাণ অর্থও যোগাড় করা অসম্ভব হয়ে পড়ছে। এ অবস্থায় সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে সাহায্যের আদেন জানিয়েছেন রুপা চৌধুরী। কোন সহৃদয় রুপার চিকিৎসায় সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন মাহমুদা সুলতানা, ব্যাংক এ্যাকাউন্ট নম্বর-০১৪৯১২২০০০১৮৩৪৭, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সাভার শাখা। অথবা বিকাশ করা মোবাইল যোগাযোগ ০১৬৭৩৯২৬২১৮। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×