ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়ালটন জাতীয় তায়কোয়ানদো সমাপ্ত

প্রকাশিত: ০৫:৫৭, ২৪ ডিসেম্বর ২০১৫

ওয়ালটন জাতীয় তায়কোয়ানদো সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন জাতীয় তায়কোয়ানদো প্রতিযোগিতা’ বুধবার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশে নিযুক্ত উত্তর কোরিয়া দূতাবাসের চীফ অব মিশন হান সন আইকে। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ পুলিশের এ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এ্যাডমিন) রকফার সুলতানা খান (পিপিএম, বিপিএম)। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রথম হয় শিশু বিভাগে অনুর্ধ ৩০ কেজি ওজন শ্রেণীতে রুদ্র, অনুর্ধ ৪০ কেজিতে দ্রুত, অনুর্ধ ৪৫ কেজিতে আদম মোঃ ঈসা; মহিলা জুনিয়র বিভাগে অনুর্ধ ৪৫ কেজিতে অর্পা, অনুর্ধ ৫০ কেজিতে লামিয়া, অনুর্ধ ৫৫ কেজিতে নাইন; মহিলা সিনিয়র বিভাগে অনুর্ধ ৫০ কেজিতে হিরামনি, অনুর্ধ ৬০ কেজিতে শুভ্র, অনুর্ধ ৭৫ কেজিতে সান্ত¡না; পুরুষ জুনিয়র বিভাগে অনুর্ধ ৪৫ কেজিতে বিল্লাল, অনুর্ধ ৫৫ কেজিতে বাবুল, অনুর্ধ ৭৫ কেজিতে রাকিব উদ্দিন; সিনিয়র পুরুষ বিভাগে অনুর্ধ ৫০ কেজিতে জাহিদুল, অনুর্ধ ৫৫ কেজিতে আল-আমিন শিকদার, অনুর্ধ ৬০ কেজিতে বাবুল, ৭০ কেজিতে কবির উদ্দিন, ৮০ কেজিতে রেমো, ৯৫ কেজিতে রাশেদ; দলগত ইভেন্টে পুরুষ সিনিয়রে চ্যাম্পিয়ন হয় ঢাকা। রানার্সআপ হয় বসুন্ধরা গ্রুপ তায়কোয়ানদো আর তৃতীয় হয় নারায়ণগঞ্জ। এ ছাড়া বিভিন্ন বিভাগে পাঁচ শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচন করা হয়। তারা হলেন- সায়মা আক্তার অর্পা (জুনিয়র মহিলা), সান্ত¡না রানী রায় (সিনিয়র মহিলা), আল-আমিন শিকদার (সিনিয়র পুরুষ), জাহিদুল ইসলাম (সিনিয়র পুরুষ) ও তৌহিদুল ইসলাম রাকীব (সিনিয়র পুরুষ)। তাদের প্রত্যেককে অর্থ পুরস্কার দেয়া হয়।
×