ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশে গুগল খোঁজার তালিকায় শীর্ষে ক্যাটরিনা কাইফ

প্রকাশিত: ১৮:৩৯, ২৪ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশে গুগল খোঁজার তালিকায় শীর্ষে ক্যাটরিনা কাইফ

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশ থেকে গুগলে খোঁজার তালিকার শীর্ষে ছিলেন বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ। নেপালেও তিনি শীর্ষে। অন্যদিকে ভারতে গুগল সার্চের শীর্ষে ছিলেন বলিউড সুপার স্টার সালমান খান। ভুটান এবং ফিজির মানুষও সালমানকে সবচেয়ে বেশি খুঁজেছেন। গুগুলে খোঁজার প্রবণতা থেকে এটা কম-বেশি পরিষ্কার যে সাধারণ মানুষজন রাজনীতিকদের চেয়ে ফুটবলার বা টিভি-ফিল্ম বা পপ তারকাদের সম্পর্কে বেশি আগ্রহী। রাশিয়ায় পুতিনের জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও রুশরা সবচেয়ে বেশি খুঁজেছেন তার স্ত্রী লুদমিলাকে। তবে যে কজন রাজনীতিক বা দেশ-প্রধান তাদের দেশের মানুষদের আগ্রহ ধরে রাখতে পেরেছেন তাদের মধ্যে রয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, গ্রীসের আলেক্সি সিপ্রাস, জিম্বাবুয়ের রবার্ট মুগাবে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক, চীনের জিয়াং জেমিন এবং বার্মার সাবেক প্রেসিডেন্ট থান শোয়ে। সূত্র : বিবিসি বাংলা
×