ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২১:১২, ২৪ ডিসেম্বর ২০১৫

পার্বতীপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ ভূয়া মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের দাবীতে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় মোঃ শহীদুল হকের নের্তৃত্বে এফ.এফধারী শতাধিক মুক্তিযোদ্ধা আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় পার্বতীপুর প্রেসক্লাবে সমেবেত হয়ে সংবাদ সম্মেলন করেন।তারা বলেন আমরা কোথাও প্রতিকার না পেয়ে বিবেকের তাড়নায় জাতির বিবেক সাংবাদিক বন্ধুদের কাছে হাজির হয়েছি। দৃশ্যত পার্বতীপুরে ভূঁয়া মুক্তিযোদ্ধার ছড়াছড়ি। ভারতে না গিয়ে, সশস্ত্র ট্রেনিং তথা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও বহু লোককে মুক্তিযোদ্ধার গেজেটভূক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় ২থেকে বছর বয়সী শিশু কিশোররাও এখন মুক্তিযোদ্ধা। সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা রাজাকারদের গেজেটভূক্ত করে গৌরবজ্জল মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে। রাজাকারের মৃত্যু হলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়। এ লজ্জা আমরা রাখবো কোথায়। চাকুরীক্ষেত্রে মুক্তিযোদ্ধার সরকারী চাকুরী কোঠা তারাই ভোগ করছেন। ভূয়াদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা কোনঠাসা । এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্তদের দায়ী করে বলেন, যাদের দ্বারা ভূরিভূরি ভূয়াব্যক্তি মুক্তিযোদ্ধার গেজেটভূক্ত হয়েছে আগামী ১১,১২,১৩ জানুয়ারী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে তাদের বাদ রাখার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। তারা জানান এখানে মোট ৬৭০ জন তালিকাভূক্ত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার ভাতা তুলছেন। তারমধ্যে ২৭০ জনেই ভূয়া। তারমধ্যে ২০ রাজাকার, ভারতে না গিয়েও ১৯, মুক্তিযুদ্ধের সময় ২ থেকে ৫ বছর বয়সী ১০ জন মুক্তিযোদ্ধার তালিকাভূক্ত হয়েছেন। ব্যক্তিউদ্যোগে প্রনীত এই তালিকা যেকোন যাচাই-বাছাইয়ে প্রদর্শন করে সহযোগীতা করতে প্রস্তুত রয়েছেন বলে জানান।
×