ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গোপলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ওয়েববেইজ্্ড হচ্ছে

প্রকাশিত: ২১:৪৯, ২৪ ডিসেম্বর ২০১৫

গোপলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ওয়েববেইজ্্ড হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ এবার গোপালগঞ্জ পৌরসভাধীন ছয়টি বেসরকারি স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে সমন্বিত ভর্তি কার্যক্রম ওয়েববেইজ্্ড করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। গত ২২ ডিসেম্বর এ সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং রাত পৌনে ১২ টায় অনলাইন www.hsamsdcgopalganj.info/result ওয়েবসাইটে তা প্রকাশিত হয়। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি-সংক্রান্ত দুর্ণীতি, স্বজনপ্রীতি ও অনৈতিক কার্যকলাপ বন্ধে এবং যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী বিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিতে সম্প্রতি গোপালগঞ্জ জেলা প্রশাসন ‘৬ষ্ঠ শ্রেণিতে সমন্বিত ভর্তি কার্যক্রম’ নামে একটি ওয়েববেইজ্্ড সফ্্টওয়্যার তৈরী করে। তথ্য-প্রযুক্তি নির্ভর সমন্বিত এ ভর্তি-কার্যক্রমের মাধ্যমে এবার এসব স্কুলে ভর্তি-কার্যক্রম সফলভাবে শেষ করতে পারায় জনগণের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি-সংক্রান্ত আস্থার সৃষ্টি হয়েছে, অভিভাবকদের শ্রম অর্থ ও সময় অপচয় রোধ হয়েছে এবং সুশাসনের প্রয়াস সৃষ্টি হয়েছে বলে মনে করে জেলা প্রশাসন। বৃহষ্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোমিনুর রহমানের কক্ষে এক সংবাদ-সম্মেলনে এ ব্যাপারে প্রেস-ব্রিফিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাঈদ উর রহমান।
×