ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুলাদী বিএনপির মঙ্গু-সাত্তার দ্বন্ধের একযুগের অবসান

প্রকাশিত: ২৩:৫২, ২৪ ডিসেম্বর ২০১৫

মুলাদী বিএনপির মঙ্গু-সাত্তার দ্বন্ধের একযুগের অবসান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পৌর নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে দীর্ঘ একযুগের বিরোধ মিটিয়ে বৃহস্পতিবার মাঠে নেমেছেন মঙ্গু ও সাত্তার গ্রুপের নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, মুলাদীর সাবেক সাংসদ মোসাররফ হোসেন মঙ্গু ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের মধ্যে দীর্ঘ একযুগ ধরে চরম বিরোধ চলে আসছে। বিরোধ মীমাংসায় বুধবার রাতে দীর্ঘ বৈঠক করেন মজিবর রহমান সরোয়ার। মুলাদী পৌরসভায় দলের মনোনীত মেয়র প্রার্থী আসাদ মাহমুদের বিজয় নিশ্চিত করতে বৈঠক শেষে সরোয়ারের হাতে হাত রেখে মঙ্গু ও সাত্তার ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গিকার করেন। তারই ধারাবাহিকতায় দুই গ্রুপের নেতাকর্মীরা বৃহস্পতিবার একসাথে মুলাদীতে ধানের শীর্ষের পক্ষে গনসংযোগ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, সাবেক সাংসদ মোসাররফ হোসেন মঙ্গু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদার, মুলাদী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, অষ্ট্রেলিয়া প্রবাসী বিএনপি নেতা মুক্তিযোদ্ধা হারুন-অর রশিদ খান, মেয়র প্রার্থী আসাদ মাহমুদ, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব খান প্রমূখ।
×