ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে কুপিয়ে ও পিটিয়ে সাংবাদিক খুন

প্রকাশিত: ০৬:১০, ২৫ ডিসেম্বর ২০১৫

রংপুরে কুপিয়ে ও পিটিয়ে সাংবাদিক খুন

স্টাফ রিপোর্টার রংপুর ॥ রংপুরে এবার মশিউর রহমান উৎস নামে এক সাংবাদিককে কুপিয়ে ও পিটিয়ে খুন করা হয়েছে। তিনি উৎস রহমান (২৮) নামে লিখতেন। তিনি রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। মাথা থেঁতলানো লাশটি রাস্তার পাশে একটি গাছে বাঁধা ছিল। পুলিশ জানায়, হাতুড়ি বা এ জাতীয় ভারি কোন বস্তু দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার সকালে ধর্মদাস এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনের মহাসড়কে একটি গাছে বাঁধা লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। তবে কারা, কেন ও কী কারণে তাকে খুন করেছে সে সম্পর্কে পুলিশ কিছুই জানাতে পারেনি। পুলিশ ও যুগের আলো পত্রিকা সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া নয়টায় উৎস কোতোয়ালি থানার পাশে দাওয়াত খাবার কথা বলে এক ঘণ্টার ছুটি নিয়ে অফিস থেকে বের হন। এরপর থেকে তিনি আর অফিস কিংবা বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার সকালে ধর্মদাস এলাকায় গাছের সঙ্গে তার লাশ বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে প্রথমে তাকে গাছের সঙ্গে বেঁধে উপর্যুপরি কুপিয়ে এবং আঘাত করে হত্যা করা হয়েছে। উৎস রহমানের বাড়ি আলমনগর পীরপুর এলাকায়। তারা ২ বোন ১ ভাই। দুই বোনেরই বিয়ে হয়েছে। তারা ঢাকায় থাকেন। এখানে তিনি তার মা বাবা এবং স্ত্রী ও মাত্র ১ বছর ৩ মাস বয়সী এক শিশুপুত্র নিয়ে এখানে বসবাস করতেন। তার মোটরসাইকেল ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি। থানার পাশে দাওয়াত খাবার কথা বলে অফিস থেকে বেরিয়ে উৎস ৫ কিমি দূরের ধর্মদাস স্থানে গেলেন কেন তিনি তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং খুনীদের খুঁজে বের করার দাবিতে রংপুর সিটি প্রেসক্লাবের পক্ষ থেকে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে স্থানীয় সাংবাদিকরা। সেখান থেকে অবিলম্বে তারা উৎস’র খুনীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। নইলে বৃহত্তর কর্মসূচীর কথাও ঘোষণা করেন তারা।
×