ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্টেইনের সামনে হাতছানি

প্রকাশিত: ০৬:২৪, ২৫ ডিসেম্বর ২০১৫

স্টেইনের সামনে হাতছানি

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি কাটিয়ে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরছেন দক্ষিণ আফ্রিকা পেসার ডেল স্টেইন। অতিথি ইংলিশদের বিপক্ষে চার টেস্টের দীর্ঘ এই সিরিজে প্রোটিয়া গতি তারকার সামনে রেকর্ডের হাতছানি। ২০ উইকেট পেলেই দক্ষিণ আফ্রিকান ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি হবেন ৩২ বছর বয়সী। ৮১ টেস্টে তার শিকার ৪০২। ১০৮ টেস্টে ৪২১ উইকেট নেয়া দেশটির সাবেক কিংবদন্তি শন পোলক বর্তমানে সর্বোচ্চ উইকেটের মালিক। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পোলক বলেন, ‘স্টেইন সম্ভবত টেস্টে গড়ে ৪ থেকে ৫টি উইকেট পেয়ে থাকে। আর ইংল্যান্ডের বিপক্ষে সে যদি চার টেস্টেই খেলতে পারে তবে রেকর্ড তার দখলেই যাবে। আর দেশের মাটিতে সে এমন একটি কীর্তি গড়তে পারলে আমি দারুণ খুশি হব। এটি তার জন্যও বিশেষ কিছু হবে।’ সর্বশেষ প্রোটিয়াদের ভারত সফরে গুরুতর ইনজুরির কারণে সব ম্যাচে খেলতে পারেননি ডানহাতি ফাস্ট বোলার স্টেইন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে ভারনন ফিল্যান্ডার ইনজুরির কারণে খেলতে পারবেন না। তাই মরনে মরকেলের সঙ্গে পুরনো জুটি গড়েই মাঠে নামতে পারেন স্টেইন। এ দুই বোলার ইতিহাসে চতুর্থ জুটি হিসেবে টেস্টে একসঙ্গে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন।
×