ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে প্রচার তুঙ্গে ॥ জয় নির্ধারণ করবেন নারী ভোটার

প্রকাশিত: ০৬:২৯, ২৫ ডিসেম্বর ২০১৫

চট্টগ্রামে প্রচার তুঙ্গে ॥ জয় নির্ধারণ করবেন নারী ভোটার

আহমেদ হুমায়ুন, চট্টগ্রাম অফিস ॥ নির্বাচনের মাত্র পাঁচ দিন বাকি। চট্টগ্রামের ১০ পৌরসভায় জমে উঠেছে ভোটের লড়াই। কনকনে শীতেও উত্তাপ ছড়াচ্ছে প্রার্থীদের প্রচার। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ব্যস্ততা ততই বাড়ছে। কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। মেয়র-কাউন্সিলর মিলে চট্টগ্রামে ১০ পৌরসভায় নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের ১০ পৌরসভায় মেয়র প্রার্থীরা খুব ভোরে প্রচারে বের হচ্ছেন। তীব্র শীত সত্ত্বেও রাত ১০-১১টার আগে বাসায় ফিরছেন না। সকাল থেকে রাত পর্যন্ত পুরো সময় তারা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন। যখন যেখানে যাকে দেখছেন সেখানেই দাঁড়িয়ে প্রার্থীরা তার সঙ্গে কোলাকুলি করছেন। কথা বলার এক ফাঁকে নিজের পক্ষে ভোট চাইছেন। প্রার্থীরা শুধু নিজে ভোট চাইছেন তা নয়, এবার পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন স্থানীয় থেকে কেন্দ্রীয় নেতারা। স্থানীয় নেতাকর্মীদের চোখেও ঘুম নেই। তারাও দলীয় প্রার্থীর পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। কেউ কেউ দলীয় প্রার্থীর সঙ্গে চষে বেড়াচ্ছেন পুরো নির্বাচনী এলাকা। আবার কেউ কেউ নিজেরাই গ্রুপ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। রাউজান পৌরসভায় নৌকার প্রার্থী দেবাশীষ পালিতের পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটনসহ বেশ কয়েকজনকে প্রচারে অংশ নিতে দেখা গেছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানকে পটিয়া পৌরসভায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে দেখা গেছে। এদিকে পুরুষ ভোটারদের নিকট যতই ভোট চাওয়া হোক না কেন এবার চট্টগ্রামের এসব পৌরসভায় মেয়র প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারণ করবেন সোয়া লাখ নারী ভোটার। নারী ভোটারদের সমর্থন যে প্রার্থী বেশি পাবেন তিনিই নির্বাচিত হবেন। রায়গঞ্জে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বৃহস্পতিবার দিনভর কেন্দ্রীয় চৌদ্দ দলের নেতারা রায়গঞ্জে নৌকার পক্ষে মাঠে নেমেছেন। ১৪ দলের এ টিম রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী সমাবেশসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। তারা মেয়র পদে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। কেন্দ্রীয় চৌদ্দ দলের নেতা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খালেদার বক্তব্যের প্রতিবাদে নাটোরে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ ডিসেম্বর ॥ মহান মুক্তিযুদ্ধে শহীদদের মৃতের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার ধৃষ্টতামূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ। বৃহস্পতিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে শহরের ভবানীগঞ্জের মোড় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
×