ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে প্রার্থী নয় প্রতীকের দিকে ঝুঁকছে ভোটাররা

প্রকাশিত: ০৬:৩০, ২৫ ডিসেম্বর ২০১৫

বরিশালে প্রার্থী নয় প্রতীকের দিকে ঝুঁকছে ভোটাররা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার ছয়টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির পুরনো দিনের সকল বিভেদ ভুলে দলের মনোনীত প্রার্থী নয়; প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন উভয়দলের সিনিয়র নেতৃবৃন্দ। ভোটারাও প্রতীকের সম্মান বজায় রাখতে ক্রমেই ঝুঁকে পড়তে শুরু করেছেন। ফলে শেষসময়ে শীতের মাঝে নির্বাচনী প্রচারে বেশ সরগরম হয়ে উঠেছে প্রতিটি নির্বাচনী এলাকার পাড়া-মহল্লা। দলের মনোনীত মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিত করতে বৃহস্পতিবার সকাল থেকে উভয়গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা একযোগে গণসংযোগে মাঠে নেমেছেন। গৌরনদীর ত্রিধা বিভক্ত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা মেয়র প্রার্থী নয়; দলের প্রতীকের বিজয় নিশ্চিত করতে বৃহস্পতিবার দিনভর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। পৌর বিএনপির সভাপতি ও আশির দশকের কেন্দ্রীয় ছাত্রনেতা এসএম মনির-উজ-জামান মনিরের নেতৃত্বে গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আবুল হোসেন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহেআলম ফকির, সহসভাপতি মোঃ নুরু খান, জেলা বিএনপি নেতা আফজাল হোসেন সিকদার, কাজী সরোয়ার, জেলা উত্তর মহিলা দলের সভাপতি তাসলিমা বেগম, বিএনপি নেতা আবু বক্কর গাজী, মোহাম্মদ হোসাইন তুষার, রকিব গাজী, এমএ গফুর, রোকনুজ্জামানসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। একইদিন উজিরপুর, বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ ও বানারীপাড়া পৌর এলাকায় একযোগে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দলীয় প্রার্থীর পক্ষে দিনভর গণসংযোগ করেছেন। গাইবান্ধায় মাঠে নেমেছে মুক্তিযোদ্ধারা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৪ ডিসেম্বর ॥ মুক্তিযোদ্ধারা নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের সমর্থনে প্রফেসর কলোনি, থানাপাড়া, কলেজ রোড, ডিবি রোডসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ব্যাপক গণসংযোগ করেন। মুক্তিযোদ্ধাদের গণসংযোগকালে অংশ নেন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মবিনুল হক জুবেল, ডেপুটি কমান্ডার ওয়াশিকার মোঃ ইকবাল মাজু, মাহমুদুল হক শাহজাদা, শাহ শরিফুল ইসলাম বাবলু, শাহ মাইনুল ইসলাম শিলপু, রিয়াজুল হক খাজা, কমান্ডার আলী আকবর প্রমুখ। গাইবান্ধায় পাঁচ প্রার্থীর জরিমানা এদিকে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে বুধবার রাতে ৫ প্রার্থীর সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মেয়র প্রার্থী এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের দেড় হাজার অপর মেয়র প্রার্থী আনওয়ার সারোয়ার সাহিবের ১ হাজার টাকা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম ভুটটুর চার হাজার টাকা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান ১ হাজার টাকা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম রিটনের ১ হাজার টাকা জরিমানা করা হয়। ঠাকুরগাঁওয়ে সব মেয়র প্রার্থী এক মঞ্চে নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৪ ডিসেম্বর ॥ ঠাকুরগাঁওয়ের সব মেয়র প্রার্থীকে এক মঞ্চে জনগণের সামনে দাঁড় করেছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখা। বৃহস্পতিবার বেলা ১১টায় কালেক্টরেট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের জনগণের পক্ষে বেশ কয়েকজন সাধারণ ভোটারের প্রশ্নের জবাবে প্রার্থীগণ পৌরসভার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপস্থিত আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তহমিনা আখতার মোল্লা, বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমীন, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এসএম সোলায়মান আলী সরকার ও স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল ইসলাম ভোটারদের প্রশ্নের জবাব দেন।
×