ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ ও মিরকাদিমে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা

প্রকাশিত: ০৬:৩১, ২৫ ডিসেম্বর ২০১৫

মুন্সীগঞ্জ ও মিরকাদিমে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ ও মিরকাদিমে দিন যতই যাচ্ছে ততই প্রচারণা বাড়ছে। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ছাড়াও উঠান বৈঠক, মাইকিং, মোবাইলে ম্যাসস, ফেসবুকসহ সামাজিক গণমাধ্যমগুলো নির্বাচনী প্রচারণায় সরব। আর পোস্টারে ছেয়ে গেছে ধলেশ্বরী তীরের মফস্বলের শহর দুটি। জেলা শহর মুন্সীগঞ্জে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষ প্রতীকের একেএম ইরাদত মানু ও নৌকার ফয়সাল বিপ্লবের মধ্যে। তবে এ পৌরসভায় তালপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিউদ্দিন ব্যাপারী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবাইল ফোন প্রতীকের রেজাউল ইসলাম সংগ্রামও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মুন্সীগঞ্জ পৌরসভায় কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা যেন আরও বেশি। মহল্লা মহল্লায় তারা নির্বাচনী ক্যাম্প করে এবং ভোটাদের মন জয়ে হরেক রকম কৌশল অবলম্বন করছে। ৯টি ওয়ার্ডে সাধারণ কমিশনার পদে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ প্রার্থী। আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নার্গিস আক্তার। বাকি দুটি পদে প্রার্থী রয়েছেন ৮ জন।
×